চিকিৎসা পরবর্তীতে শিশু খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া। স্মাইল ট্রেনের প্রোগ্রাম ম্যানেজার শাফায়াত খান স্থানীয় পর্যায়ের বাস্তবায়ন কারী শিশুর হাসি সামাজিক সংস্থার চট্টগ্রাম জেলা প্রধান এম এ এলাহী আরাফাত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রতিষ্ঠান ঢাকা-চট্টগ্রামসহ সারা বাংলাদেশ জন্মগতভাবে ঠোঁটকাটা-তালুকাটা ও মাড়িকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে থাকেন।
এই চিকিৎসা নিতে রোগীদের ৫০,০০০ থেকে ৬০,০০০ হাজার টাকা খরচ হয়ে থাকে। সে খানে স্মাইল ট্রেন অর্থয়ানে ও শিশুর হাসি সামাজিক সংস্থার বাস্তবায়নে বিনামূল্যে অপারেশন এবং তাদের ওষুধ পত্র দিয়ে থাকেন।
চিকিৎসা নিতে আসা গরিব রোগীদের কে শিশু খাবার ও নগদ অর্থ দিয়ে থাকেন। এই চিকিৎসা সেবা সকল রোগীরা নিতে পারবেন। কেন্দ্র পরিচালক পরামর্শ দিয়েছেন এই চিকিৎসার প্রয়োজন হলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার জন্যঃ ০১৮৭৩-০৩৩৯৭০ ও ০১৮২৫- ৪৪২৩২২.
অথবা ভিজিট করুন https://www.facebook.com/
ও https://www.facebook.com/
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.