প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ
চট্টগ্রামে স্মাইল ট্রেনের বিনামূল্যে চিকিৎসা ও খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেন অর্থয়ানে ও শিশুর হাসি সামাজিক সংস্থার বাস্তবায়নে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রকল্পের আওতায় জন্মগতভাবে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শিশুর খাদ্য বিতরণ সম্পন্ন। চিকিৎসা করেছেনআমেরিকান সোসাইটি অফ প্লাস্টিক সার্জন এবং প্লাস্টিক সার্জারি ফাউন্ডেশন USA কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক স্কলার এবং প্রখ্যাত প্লাস্টিক সার্জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম।
চিকিৎসা পরবর্তীতে শিশু খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া। স্মাইল ট্রেনের প্রোগ্রাম ম্যানেজার শাফায়াত খান স্থানীয় পর্যায়ের বাস্তবায়ন কারী শিশুর হাসি সামাজিক সংস্থার চট্টগ্রাম জেলা প্রধান এম এ এলাহী আরাফাত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রতিষ্ঠান ঢাকা-চট্টগ্রামসহ সারা বাংলাদেশ জন্মগতভাবে ঠোঁটকাটা-তালুকাটা ও মাড়িকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে থাকেন।
এই চিকিৎসা নিতে রোগীদের ৫০,০০০ থেকে ৬০,০০০ হাজার টাকা খরচ হয়ে থাকে। সে খানে স্মাইল ট্রেন অর্থয়ানে ও শিশুর হাসি সামাজিক সংস্থার বাস্তবায়নে বিনামূল্যে অপারেশন এবং তাদের ওষুধ পত্র দিয়ে থাকেন।
চিকিৎসা নিতে আসা গরিব রোগীদের কে শিশু খাবার ও নগদ অর্থ দিয়ে থাকেন। এই চিকিৎসা সেবা সকল রোগীরা নিতে পারবেন। কেন্দ্র পরিচালক পরামর্শ দিয়েছেন এই চিকিৎসার প্রয়োজন হলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার জন্যঃ ০১৮৭৩-০৩৩৯৭০ ও ০১৮২৫- ৪৪২৩২২.
অথবা ভিজিট করুন https://www.facebook.com/projonmo.sitakunda
ও https://www.facebook.com/2178045882456900/posts/3084717465123066/
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.