প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ
সরাইলে বাজার মনিটারিং করতে ইউএনওর অভিযান

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) :ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুলের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়।
বুধবার সরাইল বাজারের মেসার্স হারিছ ষ্টোর,গিয়াস ষ্টোর, বিসমিল্লাহ অয়েল ভান্ডার সহ ছোট বড় ১০/১২টি দোকানে তেলের সঠিক মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল যাচাই বাচাই করেন এবং অন্নদার মোড়ে ফুটপাত পরিষ্কার -পরিচ্ছন্ন রাখতে তিনি সকলকে সতর্ক করেন।
বুধবার (১ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল সালাম,সরাইল থানা পুলিশ ফোর্স ও গণমাধ্যম কর্মীসহ অনেকেই।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল হক মৃদুল সাংবাদিকদের বলেন, উপজেলার বিকাল বাজারে বিভিন্ন বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া মূল্যতালিকা প্রদর্শন ও পণ্যের মান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিক্রেতাগণকে সতর্ক করা হয়। এসময় ইউএনও মো. আরিফুল হক মৃদুল আরও বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে সোয়াবিন তেল,পেঁয়াজ, আটা, লবণ ও চাল বাজারে কোন ঘাটতি নেই। কোনো ব্যবসায়ী যেন বাড়তি দামে মালামাল বিক্রি করতে না পারে সেই দিকে আমরা প্রশাসনিক ভাবে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.