প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ৫:১১ অপরাহ্ণ
রৌমারীতে ক্লাবের মাসিক আলোচনা সভা

মাসুদ পারভেজ , রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) বেলা ১১ টার দিকে শৌলমারী ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, ইউপি সদস্য, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায়, কিশোর কিশোরীদের চিত্তবিনোদন ও সামাজিক করণের জন্য নিরাপদ স্থানের ব্যবস্থা করা, বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধ করা, কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্বদান ও সুস্থ মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা, কিশোর-কিশোরীদের অধিকার বাস্তবায়নে কিশোর-কিশোরী ও কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি করা, শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়া কিশোরীদের জীবিকা অর্জনমূলক প্রশিক্ষণে অংশ গ্রহণ নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন,অধিকার প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের বৈষম্যহীন ও পারস্পরিক সুরক্ষামূলক সমাজ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি, কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধকল্পে সচেতনতা সৃষ্টি, ঝড়ে পড়ার হার কমানো এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ"লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নজরুল ইসলাম, রৌমারী থানার সাব ইন্সপেক্টর ওয়াসিম, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব সাদা, ইউপি সদস্য মজাফফর হোসেন, রৌমারী কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ রুবেল, উক্ত ক্লাবের সংগীত শিক্ষক কয়সার আহমেদ লেবু, আবৃতি শিক্ষক কল্পনা আক্তার, শিক্ষার্থীর অভিভাবক সের আলী, আপেল, মতিয়ার রহমান ও ক্লাবের শিক্ষার্থীসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.