চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর এ ডিপোর মালিকপক্ষকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার মোঃ মাইন উদ্দিন।
৫ জুন সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে এসে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, এ কনটেইনার ডিপোর মালিককে আমরা পাচ্ছি না। তাদের পক্ষের কাউকেই আমরা দেখিনি। আগুন লাগা কনটেইনার ডিপোর কাউকে যদি আমরা পেতাম, তাহলে জানতে পারতাম এখানে কোন ধরনের কেমিক্যাল আছে বা কোন কনটেইনারে কী আছে।’ ব্রিগেডিয়ার মোঃ মাইন উদ্দিন আরও বলেন, ‘এ কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল।
কিছু সময় পর পর এখনো বিস্ফোরণ হচ্ছে। আমি পরিদর্শনকালে ছয়টি বিস্ফোরণ দেখেছি। কেমিক্যালের জন্য আগুন নেভানোও যাচ্ছে না।’ ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, ‘এক এক ধরনের কেমিক্যালের ধরণ একেক রকম। ধরণ জানা নেই বলে জানার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। মালিককে খুঁজে পেলে কেমিক্যাল অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করতে সুবিধা হতো।’
পানি দিয়ে এ কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, জানতে চাইলে ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন বলেন, ‘সম্ভব হতো, তবে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের জন্য ফায়ার ফাইটাররা কনটেইনারগুলোর কাছে যেতে পারছেন না। গতকাল (শনিবার) রাতে আমরা ফোম ব্যবহার করেছি, ফোম টেন্ডার এখানে রয়েছেন।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.