ডেস্ক রিপোর্ট : "মানবতার জয় হোক" চট্টগ্রাম সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের আহতদের জন্য ঔষুধ পাঠিয়ে পাশে থেকেছে.. মানবতার ফেরিওয়ালা দেশের খ্যাতিমান শিল্পী ফারদিন। মুঠোফোনে প্রতিবেদককে ফারদিন বলেন অনেকেই আমাকে চট্রগ্রামের সীতাকুণ্ড বিস্ফোরণ পরে নক দিয়েছেন ঔষধ এর বিষয়েও সহায়তা চেয়েছেন আমি অল রেডি ২০০ পিছ করে ওষুধ ও তিন হাজার পাঁচশত পিস মিনারেল ওয়াটার এই মূহুর্তে "সীতাকুন্ড ট্র্যাজেডি" এর জন্য পাঠিয়ে দিয়েছি এবং সার্বক্ষণিক সিভিল সার্জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থানরত আমার প্রিয় ছোট ভাই বোন যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে তাদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছি সেই সাথে সমাজকে প্রতিষ্ঠিত সকলকে আহবান জানাচ্ছি বিস্ফোরণে অগ্নিদগ্ধ রোগীদের জন্য আপনারাও সহোযোগিতার হাত বাড়িয়ে দিন।
পরিশেষে এই বরেণ্য শিল্পী সৃষ্টিকর্তার নিকট দোয়া চাইলেন যেন সকল'কে এ দূর্যোগ মোকাবিলা করার শক্তি দান করে। তিনি আরো বলেন দেশের জনগন এর যেকোন বিপদে, বাংলাদেশ এর যে কোন জেলায় আমার যতদিন প্রান আছে আমি ০% থেকে ১০০০% র্পযন্ত পাশে থাকার প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.