ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড :- সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দুই দিন ব্যাপি মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক ২৫ জন নৌকার মালিক /সারেং/মাঝি কে প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনটি ধাপে মূলত ২৫ জন করে মোট ৭৫ জন কে এই প্রশিক্ষনের আওতায় আনা হবে। গত ৬ ও ৭ জুন দুইদিন প্রথম ব্যাচের প্রশিক্ষ সমপন্ন হয়। এই সময় প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র চট্টগ্রাম বিভাগের অত্র প্রকল্পের উপপকল্প পরিচালক জনাব অধীর চন্দ্র দাস মহোদয়, সহকারী প্রকল্পপরিচালক জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী মহোদয় এবং জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক জনাব মাইসুরা ইয়াছমিন মহোদয় সহ সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিগন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.