প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ
বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প’ এর আওতায় বিভিন্ন পেশাজীবী, পরিবহন চালক ও সাংবাদিকদের নিয়ে দিনাজপুরের বিরামপুরে বুধবার দুপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম ছিদ্দিকী, বিরামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম রাজু, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ মোমেনুল হক, বিরামপুর পৌর মেয়র মোঃ আক্কাস আলী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় শব্দ দূষণের কারণ, প্রতিকার ও করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা শব্দ দূষণ রোধে যত্রতত্র হর্ণ বাজানো নিয়ন্ত্রণ করবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়া ইজিবাইক, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনে এলইডি লাইট ব্যবহার এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান চালানো হবে বলেও জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসলামুদ্দিন মন্ডল, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবি, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.