পিরোজপুর প্রতিনিধি: আজ-৯-০৬-২২ইংতারিখ রোজ বৃহস্পতিবার পিরোজপুর- ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো মহাসমাবেশ। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা সমাবেশের প্রতিপাদ্য বিষয় হলো ২০২১-সালের উপবৃত্তি ও শিক্ষার্থীদের আইডি তৈরি। উক্ত মা সমাবেশে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল আমিন শিকদার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া সহ অনন্য শিক্ষক- বৃন্দ ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ডাক্তার অনিতা পাল সহ অসংখ্য মায়েরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.