প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ১:১৩ অপরাহ্ণ
আখাউড়ায় টনকী আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার ২০২২ইং সালের দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর মোঃ নাসিম ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া।
মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মজিবুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাদির এবং ছাত্র মেরাজুল হকের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বার মোঃ খুরশেদ আলম ভূইয়া, শাহজাহান চৌধুরী, সমাজ সেবক মোঃ মানিক ভূইয়া, ব্যাবসায়ী মোঃ জসিম ভূঁইয়া, মাওঃ আমির হোসেন, প্রভাষক সাদিকুল ইসলাম রতন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আলামিন ভূইয়া, মাওলানা মারুফ আলম ভূইয়া, মোঃ মাসুক মোল্লা, আবদুল কাদির রতন, মোজাম্মেল ভুঁইয়া, মনির ভূইয়া, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতির পক্ষ থেকে পরীক্ষার্থীদের কে উপহার হিসেবে কলম, পেন্সিল, বোর্ড সহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পরে আলোচনা, মিলাদ ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। জানা গেছে এবছর টনকি সাদেকুল উলুম আলীম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৪৭ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.