সিরাজগঞ্জ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুন্ডে নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবার কে অর্থ সহায়তা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাগরুহা গ্রামে ফায়ার ফাইটার শফিউল ইসলাম এর বাড়িতে তার পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় শফিউল এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শফিউল এর পরিবার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন ইউএনও। উল্লেখঃ ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত ৫ জুন সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এসময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তার সহকর্মীদের সাথে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধার অভিযানে পরবর্তী শফিউল এর আর সন্ধান মেলেনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.