পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সাংবাদিক মাহমুদ হোসেন -‘গুনি ও প্রবীন সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড -২০২১’ পাওয়ায় পিরোজপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। ০৯- জুন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামিম। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বসুন্ধরা গ্রুপকে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মাহামুদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন এর দীর্ঘ পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনের কর্মময় দিকগুলো তুলে ধরেন, এসময় উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাংবাদিক খালিদ আবু,ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, জিয়াউল হক, শফিকুল আজম, হাবিবুর রহমান,তামিম সরদার প্রমুখ। এ সময় মাহমুদ হোসেন তার সাংবাদিকতার জীবনে স্বীকৃতি পাওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপের এই প্রয়াস সাংবাদিকদের আগামী দিনে কাজের ক্ষেত্রে আরও বলিষ্ট ভুমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.