প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যত উন্নয়ন হয়েছে তা আর কোন সময়েও হয়নি: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব  হাসান জাহিদ তুষার বলেছেন প্রধানমন্ত্রী তাঁর সকল ঘোষণা  বাস্তবায়ন করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন হয়েছে। ধারাবাহিক ক্ষমতায় দেশের উন্নতি অব্যাহত আছে।৩১ ডিসেম্বর চট্টগ্রাম সন্দ্বীপস্থ আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে  দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান  ও শুভেচ্ছা বিনিময়  প্রদান অনুষ্ঠানে তিনি  একথা বলেন।

উপ প্রেস সচিব  হাসান জাহিদ তুষার বলেন  বাংলাদেশের উন্নয়ন চিত্র নিজে না দেখলে বিশ্বাস হবেনা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যত উন্নয়ন হয়েছে তা আর কোন সময়েও হয়নি।কোন ধরনের গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।   প্রধানমন্ত্রী যে লক্ষ্য  নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যে আপনারাও শরীক থাকবেন। প্রধানমন্ত্রী তাঁর সকল কমিন্টমেন্ট বাস্তবায়ন করেছেন । সন্দ্বীপেও যোগাযোগ ব্যবস্থাসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী  আশ্রয়ন প্রকল্পের আওতায় সারাদেশে কয়েক দফায়  গৃহহীনদের মাঝে ঘর প্রদান অনেকের স্বপ্ন বাস্তবায়ন  করেছেন।

তিনি আরো বলেন, আগামী দিন ‍গুলোতেও আপনারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন ।বঙ্গবন্ধু  তাঁর সকল কথা রেখে গেছেন এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও দেশের উন্নয়নে  তাঁর সকল কথা রাখছেন।এসময় আবদুল  কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক আওয়ামিলীগের সহ-সভাপতি বলেন  এই ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আপনাদের দোয়া   এবং সহযোগীতা কামনা করি।

এসময় এলাকাবাসীরা  আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন -আব্দুল কাদের মিয়া তার অর্জিত সম্পদগুলো দান খয়রাত  দ্বীনি সেবাসহ নানা  মাধ্যমে ভাল কাজে ব্যবহার করছে। করোনাকালীন সময়ে দীন মজুরদের মাঝে আর্থিক সহায়তা, গৃহহীনদের গৃহনির্মাণ করে দেওয়াসহ এলাকার উন্নয়নে সবসময় তিনি এগিয়ে এসেছেন।তারা  আরো বলেন- তার চিন্তায় চেতনায় সবসময় হতদরিদ্র মানুষরাই ছিল। সন্দ্বীপের  সমাজের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য  সব সময়  তিনি  কাজ করে গেছেন। উল্লেখ্য   শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়  এবং দুঃস্থ মানুষদের সহযোগীতাসহ  সমাজিক উন্নয়নে বহুবছর ধরে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন।