সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাসিঁর দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদজুম্মা সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদসহ কয়েকটি ইসলামিক সংগঠনের আয়োজনে শহরের প্রতিটি মসজিদের জুম্মার নামাজ শেষে হাজারো মুসলিম জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে জরো হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রকিব(বিশ্বম্ভরপুরী)’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল বছির,মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা দিলোয়ার হোসেন,মাওলানা রফিক আহমদ,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেছেন,বিশ্ব নবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্টদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান । তারা ভারতীয় সকল প্রকার পন্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মাসহ সকল অপরাধিকে দ্রুত গ্রেফতার করে ফাসিঁর দাবী জানান অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.