লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্যোগে বি.এম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধদের জন্য ফ্যান ও ওষুধ সামগ্রী হস্তান্তর কর্মসূচি সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ মানবিক সমাজ গড়ে তুলতে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। লায়নস ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্যোগে বি.এম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধদের জন্য ফ্যান ও ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সমাজ গড়ে তুলতে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। বক্তারা আরো বলেন, সেবাই লায়নিজমের মূলমন্ত্র, আমরা মানবতার সেবা প্রদানের উদ্দেশ্যে লায়নিজমের সাথে যুক্ত হয়েছি এবং এর মাধ্যমে সকল প্রতিকূলতাকে মোকাবেলা করব। চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান, এমপিএইচ এর কাছে উক্ত সামগ্রী সমূহ হস্তান্তর করা হয়।

এসময় ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লায়নস্ধসঢ়; ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর প্রেসিডেন্ট লায়ন আমিনুল ইসলাম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট – ৩১৫, বি৪ এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন আ.ন.ম ওয়াহিদ দুলাল, জোন চেয়ারপারসন লায়ন ফরিদ আহমেদ, লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর ভাইস প্রেসিন্ডেট লায়ন এইচ.এম. সোহেল, লায়ন নিজামুদ্দিন ভুঁইয়া, সেক্রেটারী লায়ন কল্লোল দাশ, কোষাধ্যক্ষ লায়ন আফতাব হোসেন লিটন, ছাত্রনেতা জি.এম তাওসিফ, ক্রীড়া সংগঠক আজিজুল হাকিম মুন্না প্রমুখ।