বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাইজোড়া গ্রামের একটি মৎস্য ঘের জবর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় গৃহবধূ সহ ৩ জন আহত হয়েছে। এসময় আঃ মোতালেব শেখ (৫৮), ময়না খাতুন (২৮) ও নাসির উদ্দিন (৩১) গুরুতর আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় প্রতিপক্ষ গ্রুপের ১০ জনকে নামীয় এবং আরও কয়েকজনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আঃ মোতালেব শেখের ছেলে মোঃ রাসেল শেখ (৩০)। ঘটনাস্থল ভাইজোড়া গ্রামে শনিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে আমাদের স্বত্ব ও দখলীয় একটি মৎস্য ঘের জবর দখল ও লুটপাট করার উদ্দেশ্য প্রতিপক্ষ একই গ্রামের মোদাচ্ছের শেখ (৫৫) এর নেতৃত্বে সন্ত্রাসী মোঃ বনি আমিন (৩৫), মিজানুর রহমান (৩৮), এবাদুল শেখ সহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে দা, লোহার রড, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মৎস্য ঘেরে অবৈধভাবে অনধিকার প্রবেশ করে ঘেরে থাকা গৈ ঘর ও বৈদ্যুতিক মিটার ভাংচুর সহ বিভিন্ন প্রকার গাছপালা কেটে ফেলে। এ সময় আমার পিতা মোতালেব শেখ, ভাই নাসির উদ্দিন (৩১) ও ভাবী মোসাঃ ময়না খাতুন আগত সন্ত্রাসীদের নিষেধ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে উপর্যুপরি মারপিট ও কোপাতে থাকে।
ভাবী ময়না খাতুনকে শ্লীলতাহানি সহ তার শরীরে থাকা দামী স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.