প্রেস বিজ্ঞপ্তি: উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা'র নির্দেশনায় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নুর এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আবু বকর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ০৭/০১/২০২২ খ্রিঃ ১৯:৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানাধীন মইজ্জ্যারটেক মোড়স্থ এস.আলম সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় অভিযান পরিচালনা করে ৬২০০(ছয় হাজার দুইশত) পিস ইয়াবাসহ ১) মোঃ দিদারুল আলম(২৭), ২) মোঃ সোহেল(২৪), ৩) মোঃ আবু হানিফ(২৭) ও ৪) আবু জাফর মোঃ মহিউদ্দিন(৩৯) 'কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.