প্রেস বিজ্ঞপ্তিঃ গত ১৭ জুলাই ২০১৪ ইং তারিখ রাত আনুমানিক ২০১৫ ঘটিকায় চট্টগ্রাম জেলার রাঙ্ধসঢ়;গুনিয়া থানাধীন মরিয়মনগর চৌমুহনী বাজারের জনৈক মোঃ আলতাফ হোসেন@ কানা আলতাফের ব্যবসায়িক অফিসের ভিতর ঢুকে কতিপয় দৃস্কুতিকারী মুখোশ ও বোরকা পরিহিত অবস্থায় পূর্ব শত্রæতার জেরে অতর্কিতভাবে মোহাম্মদ ইমাম হোসেন, মোঃ মানিক এবং মোঃ আলতাফ হোসেন@ কানা আলতাফদের’কে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় আহত ভিকটিমদের চিকিৎসার জন্য রাগুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইমাম হোসেন’কে মৃত ঘোষনা করে এবং আহত বাকী ২ জন’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নিহত ভিকটিম মোহাম্মদ ইমাম হোসেন এর ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাগুনিয়া থানায় ০২ নামীয় এবং ৪/৫ জন’কে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৩ তারিখ ১৮ জুলাই ২০১৪, ধারা ১৪৩/৪৪৮/৩২৬/৩০৮/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০।
এ ঘটনায় চট্টগ্রাম জেলার রাঙ্ধসঢ়;গুনিয়া থানা পুলিশ ০৭ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে উপরোক্ত হত্যা মামলার অভিযোগ পত্রে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে। গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে জানতে পারে যে, উল্লেখিত হত্যা কান্ডের অন্যতম ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মামুন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন মরিয়মনগর বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০২২ইং তারিখ আনুমানিক ২০০৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মামুন (৩৮), পিতা- মোঃ বদিউল আলম, সাং- আমিরাপাড়া, থানা- রাংগুনিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী উল্লেখিত হত্যা মামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় থানায় আরো ০৩টি নাশকতা এবং সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধ সংক্রান্ত মামলা পাওয়া যায়। ৬। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.