প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ
বিয়ের নামে প্রতারণার দায়ে এরশাদ গ্রেপ্তার

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের নামে প্রতারণার দায়ে মোঃ এরশাদ (৩০) নামে গবাদিপশু খামারের চাকরীচ্যুত এক শ্রমিককে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গতকাল রোববার (১২জুন) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার চন্দ্রপুর এলাকায় মডেল থানার এএসআই মুজিব সঙ্গীয় ফোর্স নিয়ে টানা দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করে।
এরশাদ পৌরসভার আদর্শগ্রামের উত্তর পাহাড়ের শাহাদতের পুত্র। তার বিরুদ্ধে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে বলে জানাযায়। এবিষয়ে মডেল অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এরশাদ নামে ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, একই এলাকার রুনা নামের এক মেয়েকে দীর্ঘ চার বছর সংসার করার পর গত জানুয়ারিতে এরশাদের নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়ি গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে রুনার মা।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.