ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উন্নয়নের এই যাত্রায় দেশের তরুণরা মানবিক কাজে গুরুত্ব অপরিসীম। তরুণরাই আমাদের আগামীর শক্তি। দেশ ও সমাজকে এগিয়ে নিতে সামাজিক কাজে তরুণদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। চট্টগ্রামের কাজিড় দেওড়ী রোটারি সেন্টারে গতকাল বিকাল ৩ টায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। স্মাইল বাংলাদেশ সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর মির্জা মুহম্মদ শহীদুল্লাহ প্রধান শিক্ষা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমিনুল হক বাবু গর্ভনর বাংলাদেশ মানবাধিকার কমিশন। ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম অঞ্চল। ইঞ্জি.মশিউর জামান সিদ্দিক পাবেল। পরিচালক,মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র,ক্রিকেট টিম। শরিফুল ইসলাম শরিফ সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ। কামরুল পাবেল সদস্য সচিব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,চট্টগ্রাম জেলা। নজরুল ইসলাম জয় স্মাইল বাংলাদেশ পরিচালক। পরিশেষে সদস্যদের ভোটে নির্বাচিত ২০২১-২২ পরিচালনা পরিষদের নাম ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.