চট্টগ্রামঃ দূর্ঘটনায় দুই হাত হারানো মেধাবী রফিককে নগদ অর্থ সহায়তা দিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট। ১৩ জুন সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে রফিকের হাতে অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এর আগে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর অন্তর্গত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার ছাত্রনেতা শাহরিয়ার হামিদের মাধ্যমে অদম্য মেধাবী রফিকের বিষয়টি ছাত্রলীগ নেতা সম্রাটের দৃষ্টিগোছর হয়। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, আই.আই.ইউ.সি শাখার নেতাকর্মীদের মাধ্যমে সম্রাটের ব্যক্তিগত পক্ষ থেকে অদম্য মেধাবী রফিকের জন্য নগদ অর্থ সহ শিক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের পাশে আছে এবং থাকবে। লেখাপড়াকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে ছাত্রলীগ নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করে থাকে। মেধাবী ছাত্র রফিককে সহায়তা তারই অংশ। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ভবিষ্যতেও তার যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে পাশে থাকব। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রনেতা শাহরিয়ার হামিদ,জুলকান নাঈন ইশরাক,শাহেদুল ইসলাম আনান,আরিফুল জাওয়াদ আলিফ,সাইফুল আলম অভি,আনিসুর রহমান, সাদমান সাকিব,সামশুল আরেফিন,সালমান কবির, ইশহাক সাজ্জাদ, ইমন,স্বপ্নিল সহ আরও নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.