লায়ন্স-লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাই’র নতুন কমিটি গঠন

চট্টগ্রামঃ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি৪ এর অধীন লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই ও লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাই’র ২০২২-২৩ সেবা বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ এপ্রিল নগরীর দ্য ভিলেজ রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের এর বর্তমান ক্লাব ডিরেক্টর লায়ন নুর মোহাম্মদ বাবু নতুন এ কমিটি ঘোষণা করেন। এতে লায়ন সাইদুর রহমান মিন্টু চলতি সেবা বর্ষের সভাপতি, লায়ন সুমন বড়ুয়া, লায়ন সগীর আহমেদ ও লায়ন রাজীব নন্দি সহ সভাপতি এবং লায়ন ফজলে রাব্বি সচিব ও লায়ন বোলাস ত্রিপুরা কোষাধক্ষ নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ৩১ মে নগরীর স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ হলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর অধিনস্থ লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাব এডভাইজার লায়ন কাজী ইকবালুর রহমান নাদিম এ কমিটি ঘোষণা করেন। এতে লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাই এর লিও সেবাবর্ষ ২০২২-২০২৩ এর “প্রেসিডেন্ট” হিসেবে লিও মুহাম্মদ আল ফয়সাল, “ভাইস প্রেসিডেন্ট” হিসেবে লিও আমেনা খাতুন, “সেক্রেটারি” হিসেবে লিও মোহাম্মদ ইয়াসিন, এবং “কোষাধ্যক্ষ” হিসেবে লিও মোহাম্মদ মিজানুর রহমানকে নির্বাচিত হয়েছেন।

লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ দুই সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের ডিরেক্টর লায়ন নুর মোহাম্মদ বাবু এমজেএফ, লায়ন ইশতিয়াক মাহমুদ এমজেএফ, লায়ন কাজী সাইদুল ইসলাম জনি ও বর্তমান প্রেসিডেন্ট লায়ন ক্যাপ্টেন শিমুল দত্ত এমজেএফ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং ব্লু স্কাইয়ের ক্লাব ডিরেক্টর লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও আমিনুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও আব্দুল বাসেত ভুঁইয়া ও বর্তমান প্রেসিডেন্ট লিও মুহাম্মদ আবু তাকিব। নব নির্বাচিত লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই এর প্রেসিডেন্ট লায়ন সাইদুর রহমান মিন্টু বলেন” মানুষের ভিতর অবশ্যই মনুষ্যত্ব থাকতে হবে। কেননা মনুষ্যত্ব মানুষের জীবনকে দীপ্তিময় শিখার মত উজ্জ্বল করে। এর মাধ্যমে নিজেকে আলোকিত করার পাশাপাশি সমাজকেও আলোকিত করতে হবে। এবং এতে লিওদের স্বতঃস্ফূর্ত সহযোগীতা কামনা করছি “।