মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তি মূলক ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের নেতৃত্বে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। মঙ্গলবার ১৪ জুন সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাসপাতাল মোড়ের সামনে বিভিন্ন মুসল্লিরা জমায়েত হতে থাকে। এরপর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার সকাল বাজার পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে সরাইল হাসপাতাল মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উচালিয়া পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মসফিক রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা শাহী মসজিদের ঈমাম মাওলানা আমান উল্লাহ, মাও. যুবাইয়ের আহমেদ, লাল বাদশা, হাফিজ কবির, মাও. সফিকুল ইসলাম, মাও. বশির হোসেন, মাও.মনির হোসেন, মাও. নাজমুল হোসেন, মাও. আলামিন, মো. দুলাল ডিএম প্রমুখ।এ সময় সরাইল উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠন সমূহের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.