মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এর চলমান রাজনীতিকে তৃণমূল থেকে গতিশীল করার লক্ষ্যে ১৩জুন (সোমবার) বিকেল ৪টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়ন এর লর্ড লিউনার্ড শেচায়ার উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃ হানিফ ক্যাশিয়ার। সঞ্চালনায় মোঃ বেলাল উদ্দিন (ইউপি সদস্য: ৩নং চরক্লার্ক, ৫নং ওয়ার্ড)।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর আহ্বায়ক কমিটির সদস্য মিঞা মো. শাহাজান, বাহার উদ্দিন খেলন (বিটিভি'র প্রাক্তন মহাপরিচালক), মোঃ ছানা উল্যাহ বি.কম (ভারপ্রাপ্ত সভাপতি: সুবর্ণচর উপজেলা আ.লীগ), মোঃ হানিফ চৌধুরী (সাধারণ সম্পাদক: সুবর্ণচর উপজেলা আ.লীগ), মোঃ ফরহাদ হোসেন বাহার চৌধুরী (ভাইস-চেয়ারম্যান: সুবর্ণচর উপজেলা পরিষদ), ডা. মো. আবদুর রব, মোঃ এডভোকেট আবুল বাসার (ইউপি চেয়ারম্যান: ৩নং চরক্লার্ক ইউনিয়ন), মোঃ দিদারুল আলম সাহাব উদ্দিন (সাবেক ইউপি চেয়ারম্যান: ৩নং চরক্লার্ক), মো. ওমর ফারুক বিপ্লব, আতিক উল্ল্যাহ সুজন, কামরুল হাসান টুটুল, বাবু লিটন চন্দ্র দাস, মোঃ বেলাল উদ্দীন হাজারী (সভাপতি: ৩নং চরক্লার্ক ইউনিয়ন যুবলীগ), মোঃ এনায়েত উল্যাহ (ইউপি সদস্য: ৩নং চরক্লার্ক, ৩নং ওয়ার্ড), মোঃ নিজাম উদ্দিন (ইউপি সদস্য: ৩নং চরক্লার্ক, ৪নং ওয়ার্ড) প্রমুখ। উক্ত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ হল- ৩নং চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগ এর নয়টি ওয়ার্ড এর কমিটি বিলুপ্ত ঘোষণা ও অতি শীঘ্রই নতুন কমিটি গঠন। এবং দলের বিধিমালা অনুযায়ী কমিটি গঠন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.