পিরোজপুর প্রতিনিধিঃ গ্লেবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকাল -১১টায় শহরের টাউনক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুরের সর্বস্থরের সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মোঃ ইমাম হোসেন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, দিনকালের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম মিরাজ, দৈনিক বাংলা পত্রিকা জেলা প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, দক্ষিনের খবরের জেলা প্রতিনিধি নুরুল্লাহ আল আমিন, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি ইমন চৌধুরী প্রমূখ। মানববন্ধনে বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানান ও অবিলম্বে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.