মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ এজেন্ট এবং ভোটারদের বাধা দেওয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নোয়াখালী হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান। বুধবার (১৫ জুন) দুপুর ১২টায় ভোট চলাকালীন নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এসময় তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার শুরু থেকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারীরা নানাভাবে তাকে হয়রানি করে আসছে। এসব ঘটনায় প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তিনি। সবশেষ নির্বাচনী মাঠে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুষ্ঠু ভোটের আশ্বাসে বুধবার অনুষ্ঠিত ভোটে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু সকাল থেকে ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। পথে পথে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেনের সমর্থকরা।’ তিনি অভিযোগ করে আরও বলেন, ‘এ বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে একাধিকবার জানালেও কোন ব্যবস্থা নেয়নি। ফলে ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি।’ এসময় ঘোড়া প্রতীকের এ প্রার্থী সকল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহনের দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.