ইতালী প্রতিনিধি: অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে মাদ্রিদে সাংবাদিকদের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার ইউরোপে মূলধারার সাংবাদিকদের পরিবার খ্যাত এই সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে স্থানীয় একটি পাঁচতারকা হোটেলের বলরুমে। এই সম্মেলনে যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সাংবাদিক প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। আয়েবাপিসির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলম ও সদস্য সচিব লাবণ্য চৌধুরী জানান, ইতিমধ্যেই তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের সাংবাদিকরা অনেকেই ইতিমধ্যে মাদ্রিদ এসে পৌঁছেছেন। কেউ কেউ আগামীকাল সম্মেলন শুরুর আগেই এসে পৌছবেন বলে আশা প্রকাশ করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক বকুল খান জানান, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন আগামী দিনে যাতে প্রবাসীদের কল্যাণে দায়িত্ব পালন করতে পারে-সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, কোন অংশেই প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হয়নি। ভিআইপি অতিথিসহ সমাজের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.