সুনামগঞ্জ, প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় ফল মেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম কতৃক আয়োজন করা হয়েছে। বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্যেকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ফল মেলা ২০২২ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর ইউপি চেয়ারম্যান মোকাররম হেসেন তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.