সুনামগঞ্জ ,প্রতিনিধিঃসুনামগঞ্জের মধ্যনগর থানা কতৃক আয়োজিত ট্রলার নৌযানের দুর্ঘটনা এড়াতে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় মধ্যনগর বাজারস্থ কলামাকান্দা টু মধ্যনগর নৌ ঘাট, ঠাকুরকোনা নৌ ঘাট এবং পিপড়াকান্দা টুরিস্ট নৌ ঘাটের পথযাত্রী ও নৌকার মালিক, শ্রমিকদের নিয়ে আলোচনা করা হয়েছে। বর্ষাকালে নৌ দূর্ঘটনা এড়াতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক নৌকার মাঝি ও মালিকদের উপস্থিতিতে বিট পুলিশিং করা হয়।
উক্ত বিট পুলিশিং সভায় নৌকার মালিক এবং মাঝিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানার ও সি মোঃ জাহিদুল হক, তিনি বলেন অতিরিক্ত যাত্রী বা পর্যটক নিয়ে নৌকা না ছাড়া, ঝড়- বৃষ্টি থাকলে নৌকা না ছাড়া, প্রত্যেকটি নৌকায় বজ্রপাত নিরোধক দন্ড রাখতে হবে , ময়লা ফেলার জন্য প্রতিটি নৌকায় ডাস্টবিন রাখতে হবে , হাওরের পানিতে ময়লা পলিথিন/পচনশীল আবর্জনা এমন কিছু ফেলা যাবে না , ট্যুরিস্ট বোটে রাত্রে হাওরের মধ্যে রাত্রিযাপন করা যাবে না , নৌকায় লাইফ জ্যাকেট বা Lifebuoy রাখা এবং ট্যুরিস্ট বোটের মধ্যে কোন মাদকের ব্যবহার করা যাবে না,এসব বিষয়ে নৌকার মালিক ও মাঝিদেরকে প্রয়োজনীয় সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.