শিরোনাম :

নোয়াখালীতে যুব সমাজের উদ্যোগে মাদক মুক্ত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট শুরু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর  মাইজদী কোট এলাকার তরুণ ও যুব সমাজের উদ্যোগে মাদক মুক্ত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে । শনিবার বিকেলে কাসেম উকিলের বাড়ির পাশে এ খেলার আয়োজন করা হয় ।  প্রথম দিনে ২ টি খেলার আয়োজন করা হয় । এক দলে ৬ জন করে খেলোয়ার অংশগ্রহন করেন ।

লক্ষীনারায়ন পুর ক্রিড়া সংস্থা বনাম সেভেন স্টারের মধ্যে  প্রখম খেলা অনুষ্ঠিত হয় । খেলায় সেভেন স্টার ১-০ গোলে জয় লাভ করে । পরের খেলায় অংশগ্রহন করেন
আমরাই পারবো বনাম ক্রিড়া শক্তি ক্রিড়াই বল । ক্রিড়া শক্তি ক্রিড়াই বল ১-০ গোলে জয় লাভ করে ।

আর এসব লক্ষে  ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে একদল যুবক। এই  টুর্নামেন্টের আয়োজককারী সাইফুল খেলার লক্ষ্যে নিয়ে বললেন আলাদা কথা । তিনি জানান, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।তাই আমাদের এই আয়োজন ।আমাদের লক্ষ্যে হলো আমাদের এলাকার সবাই যাতে ভালো থাকে । আমি আপনাদের একটি কথায় বলবো,আর আপনারা যারা দর্শক  রয়েছেন তারা অবশ্যই মাঠে এসে আমাদের খেলা গুলো দেখবেন ।

এদিকে  আমরাই পারবো দলের অধিনায়ক   মো: ফারুখ জানান, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এমন একটি খেলার আয়োজন করার জন্য আয়োজকদের । খেলাধুলার মাধ্যেমে সবার মন ও শরীল ভালো থাকে । আর এমন একটি খেলার মাধ্যেমে আমাদের সবার সম্পর্ক আরো ভালো হবে বলে আমার বিশ্বাস ।