সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তুদের জন্য চাই অধিকার ভিত্তিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপঃ সন্দ্বীপে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই ও কোস্ট ফাউন্ডেশন এর যৌথ পরিচালনায় পরিচালিত সিজেআরএফ প্রকল্পের উদ্যোগে “জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তুদের জন্য চাই অধিকার ভিত্তিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও স্থানীয় ব্যবস্থাপনা জরুরী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সন্দ্বীপ উপজেলাস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এসডিআই কেন্দ্রীয় অফিসের প্রোগ্রাম অফিসার আশরাফ হোসেন। এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ এর সঞ্চালনায় মাল্টি মিডিয়ার মাধ্যমে ধারনা পত্র উপস্থাপন করেন রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়। সন্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য ক্রীড়া ব্যক্তিত্ব আলাউদ্দিন বেদন,হরিশপুর ইউপি চেয়ারম্যান কাসেম মোল্লা,প্যানেল মেয়র সফিকুল মাওলা, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, সাইফুল ইসলাম ইনসাফ,সুফিয়ান মানিক,নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।

সেমিনারে বক্তারা উদ্বাস্তুদের কল্যানে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন সেগুলো হলো উদ্বাস্তুদের জন্ম নিবন্ধনে জটিলতা নিরসনে পদক্ষেপ বা নীতিমালা প্রনয়ন,ভুমি হারাদের জেগে উঠা ভুমি পুনঃরায় তাদের বুঝিয়ে দেওয়া, সরকারের ডেল্টা প্ল্যানের সুষ্ঠ বাস্তবায়ন নিশ্চিত করা,জলবায়ু উদ্বাস্তুদের মাইগ্রেশন ঠেকাতে তাদের বিকল্প জীবিকায়ন ও পুনঃবাসন ব্যবস্থা নিশ্চিত করা,নতুন জেগে উঠা চরে লবন সহিষ্ণু কৃষি ব্যবস্থা নিশ্চত করন ইত্যাদি। বক্তারা আরো বলেন সন্দ্বীপের পশ্চিমাংশে ভাঙ্গন বন্ধ হলেও দক্ষিনাংশে অব্যাহত ভাঙ্গন বিদ্যমান তাই সরকার কর্তৃক ভুমি পুনঃরুদ্ধার প্রকল্প বা নদী ভাঙ্গন বন্ধে পরিকল্পনা গ্রহন করা খুবই জরুরী ।