মো: আসিফুজ্জামান: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ০৮ জানুয়ারি শনিবার সকালে নগরীর পশ্চিম নাছিরাবাদ খুলসী থানাস্থ তুলাতলীতে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী দের মাঝে চলমান কর্মসূচীর অংশ হিসাবে দ্বিতীয় বারের মত প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, লায়ন নরুল আবছার চৌধুরী, লায়ন সেলিম, জাতীয় মহিলা শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক আনোয়ারা আলম, যুগ্ম সম্পাদক হাজী মনছুর, সালমা বেগম, খন্দকার আসরাফ ও মনজুর আলম মন্জু প্রমুখ উল্লেখ্য প্রথম পর্যায়ে গত ২রা জানুয়ারী মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে ২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী ১০ ই জানুয়ারি সকাল ১১ টায় খুলসীস্থ বাবে রহমত মহিলা এতিম খানায় শীতবস্ত্র বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.