ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ রোবাবার উওর পাহাড়তলী ওয়ার্ডস্থ ১নং ঝিল পাহাড়ের পাদদেশ হতে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ১শত ৫০ পরিবারকে উচ্ছেদ করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। আশ্রয় কেন্দ্রে তাদের জন্য শুকনো খাবারসহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর প্রদান করা হয়। পুনরায় তারা যাতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে না যায় এব্যাপারে সতর্ক করা হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (ল্যান্ড) মাসুদ কামাল, এনডিসি তৌহিদুল ইসলাম, ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক, আল আমিন সরকার, মাসুদ রানা এবং সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীগণ। এই উচ্ছেদ অভিযানে সার্বিক তত্ত¡াবধান করেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.