প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ৬:০৭ পূর্বাহ্ণ
লালমনিরহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন " এই স্লোগান কে বুকে ধারন করে "বাঁধন" সংগঠন লালমনিরহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে। বাঁধন এর রজতজয়ন্তী উদযাপন ও বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাঁধন, লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট রংপুর জোন এর পক্ষ থেকে লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে "বাধন"সংগঠন ১৭০ জনকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে। যার মধ্যে, এ পজিটিভ -৪৫ জন, এ নেগেটিভ -১জন, বি পজিটিভ -৫৫জন, ও পজিটিভ -৫২জন, এবি পজিটিভ -১৬জন, এবি নেগেটিভ -১জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.