
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও ভাটিয়ারী ইউনিয়নে ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা মৎস্যজীবী /জেলেদের মাঝে কুমিরা ইউনিয়নের ৮৩৫ জন এবং ভাটিয়ারী ইউনিয়নের ৮৪০জন মোট ১৬৭৫ জনকে পরিবার প্রতি ৫৬ কেজি করে মোট ৯৩.৮ মে.টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দীন চৌধুরী,কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী ,ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নাজিম উদ্দিন এবং ইনুমেরেটর রাসেল দাস, মোঃ মাজহারুল, রুবেল দাস এবং মোঃ জাফর।
চাল বিতরণ শেষে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরনের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরন থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়।

পড়েছেনঃ ১১৫