আখাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাখার উদ্যোগে দোয়া, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এ.এম কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত দোয়া ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জনাব জিয়া হায়দার।
মনিয়ন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ডাক্তার মামুন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সহ-সভাপতি মোছাঃ সাজেদা সরকার, সাংগঠনিক সম্পাদক ইমুনি ইস্টিয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক মোঃ স্বপন মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম বাবুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ সাখাওয়াত হোসেন খান স্বাধীন, উপদেষ্টা দীপঙ্কর ঘোষ নয়ন, সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আরিফুল ইসলাম, সংগঠনের পৌরসভা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোছাঃ রেখা খানম, সংগঠনের মনিয়ন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সিনিয়র সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং লিটন চক্রবর্তী, সাংবাদিক মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের রোগ মুক্তির জন্য ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী ও প্রয়াত মুক্তিযুদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
পরে সংগঠনের কার্যক্রম পরিচালনা, কমিটির গঠন সহ নানা বিষয়ে উপস্থিত সকল সদস্যদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।