প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ১:১০ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পাঁচ বসতঘর পুড়েছাই

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড :- চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই ।আজ ২০ জুন (সোমবার) দুপুর ১ টায় উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ড পন্হিছিলা মাষ্টার পাড়া গ্রামের ছুট্টো সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যেকদর্শীরা জানান আগুন দেখে নেভানোর চেষ্টা করি কিন্তুু বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগায় তা দ্রত আশেপাশে ঘরগুলোতে ছড়িয়ে পড়লে মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে যায়৷৫ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যাই। ধারনা করা হয় প্রায় ৫০ লক্ষটাকার খয়ক্ষতি হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগায় আগুন দ্রত ছড়িয়ে পড়ার কারনে ৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যাই। সিলিন্ডারের আগুনসহ মিলে আগুনের তীব্রতা আরো বৃদ্ধি পায়।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.