ফারহান সিদ্দিক :- সামজিক ও মানবিক উন্নয়ন সংস্থা 'মণীষা' এর আয়োজনে, ইউনিসেফের সহযোগিতায় ও জাতীয় এনজিও নেটওয়ার্ক এডাব এর সমন্বয়ে কাপ্তাই উপজেলার সর্ব ধর্মীয় নেতাদের নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ সচেতনতামূলক অরিয়েন্টেশন আলোচনা সভার আয়োজন করা হয়। (২০ জুন সোমবার) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এই সচেতনতা সভার অনুষ্ঠিত হয়।
মনীষার প্রোগ্রাম অফিসার এবং কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের ফোকাল পার্সন জনাব আনিসুল তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী জনাব আব্দুল লতিফ। এই সময় আলোচনা সভায় বক্তৃতারা বৈশিক মহামারি কোভিড-১৯ ভাইরাসের প্রভাব সম্পর্কে আলোচনা করেন।
বক্তারা বলেন বাংলাদেশে করোনার প্রভাব আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে, তাই সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থানে থেকে সাধারন মানুষ কে জনসচেতনতা বৃদ্ধি করে,সরকারের বিধিনিষেধ মানতে সহায়তা করার আহবান জানিয়েছন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কূসংস্কারে কান না দিয়ে, সবাইকে করোনার টিকা দানের আওতায় আসার জন্য উৎসাহীত করার কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব শাহ নেওয়াজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পিন্টু চক্রবর্তী পুরোহিত শ্রী শ্রী জয়কালী মন্দির, ভধন্ত উত্তমালংকার ভিখু অধ্যক্ষ বারোঘনিয়া বিহার ও কাপ্তাই উপজেলা জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা সোলাইমান সহ সমাজের বিভিন্নস্থরের জনগন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.