ডেস্ক রিপোর্ট: সন্দ্বীপের ঐতিহ্যবাহী মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রয়াত শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছাত্র-ছাত্রীদের জন্য শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী শুক্রবার বিকালে নগরীর হালিশহরস্থ রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠিত হয়। মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক রাজিবুল আহসান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট রাজনীতিবীদ এ কে এম বেলায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক জিএম মোহাম্মদ জাকারিয়া, মুছাপুর সমিতি চট্টগ্রামের সভাপতি মো. শামসুল আলম, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ অধ্যাপক শামসুল আলম, রাউজান গহিরা কলেজের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ।
মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব ফোরকান উদ্দিন রিজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এডভোকেট সোলাইমান বাদশা, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি এডভোকেট এম এ বারী, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সদস্য সচিব শাহজামান আরজু, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক অধ্যাপক শামসুল কবির শামীম, মাস্টার আফছার উদ্দিন রাজু, শোকসভা আয়োজন কমিটির সদস্য সচিব মাকসুদের রহমান পারভেজ, মাহবুবুল মাওলা। কোরআন তেলাওয়াত করেন মো. ইব্রাহিম অপু। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন, প্রাক্তন ছাত্র মো. আবুল বসার, ফরহাদ উদ্দীন, সাইফুল মুলক শিপন, শোকসভা আয়োজন কমিটির আহবায়ক আলাউদ্দীন আলী, ফিরোজ খান সবুজ, রবিউল আলম মামুন, মাস্টার জাফর তালুকদার, জাহাঙ্গীর আলম, রিদোয়ানুল বারী, আরিফ তালুকদার, হোসাইন আল জাহিদ সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সকলকে জীবনে এমন কিছু কর্ম করে যাওয়া উচিত যাতে মৃত্যুর পরেও মানুষ স্মরণ করে। বক্তারা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বিদ্যালয়ের সার্বিক মঙ্গলের জন্য ভূমিকা রাখার আহবান জানান।