প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ৫:০৯ অপরাহ্ণ
পেকুয়ায় চোরাই গরুসহ চোর আটক

পেকুয়া, প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় একটি চোরাই গবাদিপশু (গরু)সহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম মো.মুবিনুল ইসলাম (২১)। সে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোসেনের ছেলে। সোমবার (২০জুন) সকালে বাইম্যাখালী এলাকার একটি বাড়ি থেকে গরুসহ তাকে হাতেনাতে আটক করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক ফরহাদ আলী জানায়,বাইম্যাখালী এলাকার সিরাজুল হকের গোয়ালঘর থেকে রবিবার রাতে একটি গরু চুরি হয়। ভোরে পুলিশ অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে গরুসহ আটক করে। তার বিরুদ্ধে গরুর মালিক বাদি হয়ে থানায় (১১/২২) মামলা দায়ের করেন। আটক মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.