সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাতের কারনে গত চারদির ধরে নগরবাসী পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। আজ সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাতভর টানা বৃষ্টিতে নগরের ষোলশহর, মুরাদপুর, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর এবং বহাদ্দারহাটে চসিক মেয়র বাসভবনের সামনে সহ বেশ কিছু এলাকায় পানি জমে রয়েছে। এসব এলাকার রাস্তায় চলাচল করা মানুষকে হাঁটুপানি ডিঙিয়ে চলাচল করতে দেখা যায়।
সরেজমিনে নগরীর হালিশহর বি-ব্লক এলাকায় গিয়ে দেখা যায় মানুষ পানিবন্দি অবস্থায় আছে। এছাড়া মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ঘড়বাড়িতে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় এলাকাবাসী বলেন হালিশহরের খাল এবং ড্রেনের ময়লা আর্বজনা ঠিক মত পরিষ্কার না করার কারনে ময়লা জমে জলাবদ্ধতা তৈরী হচ্ছে।
হালিশহর বি-ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বলেন মহেশখালের পাইপ গুলো আরো মোটা হলে পানি আরো দ্রুত নেমে যেতে পারতো। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২ থেকে ৩ দিন ভারী বৃষ্টিপাতের সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.