মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল- লাখাই আঞ্চলিক সড়কে পাশে সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসা মাঠের পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই।এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। আজ রবিবার পানি জমে থাকায় বিদ্যালয়ে কোন শিক্ষার্থীদের দেখা যায়নি। শিক্ষকদের দাবী আমরা মাদরাসায় ছিলাম। এদিকে গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বড্ডাপাড়া রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার মাঠে বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়।
এলাকাবাসীর দাবী খাল দখলে পানিনিষ্কাশন হচ্ছে না। এ অবস্থার দ্রুত সুব্যবস্থা না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে তাদের দাবী। আজ রবিবার মাদরাসা মাঠের ছবি দেওয়া আছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে এ শিক্ষা প্রতিষ্টানটি হয়। একটি ভবন রয়েছে। বর্তমানে মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা ৪৫০। শিক্ষক রয়েছেন দশজন। এই মাদরাসার শিক্ষার্থীরা প্রতি বছরই ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলা ধুলায়ও।কিন্তু দাখিল মাদরাসার মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না। সামান্য বৃষ্টি হলেই পুকুর পানি ফোলে মাঠসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষক- শিক্ষার্থীদের স্কুলে আসা- যাওয়া করতে পারছেনা বলে তার জানান।
মাদরাসার শিক্ষার্থীরা বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা করা যায় না। একটু বৃষ্টি হলেই মাদরাসার মাঠে পানি জমে।তা ছাড়া মাদরাসার সামনের রাস্তায় পানি থাকে। আজ রবিবার সরেজমিনে গেলে এলাকার কয়েক জন বলেন, এ মাদরাসার পাশে পুকুরের পশ্চিম দিকে দিয়ে আগে পানি পাশের খালে চলে যেত। এ খালটি কয়েক বছর ধরে দখলের জন্য বৃষ্টির পানি খাল দিয়ে যেতে পারেনা। এ কারণে সামান্য বৃষ্টি হলে আস পাশের রাস্তা সহ মাদরাসার মাঠে হাঁটু পানি জমে যায়। আজ কয়েক দিনের বৃষ্টিতে মাঠে পানি শিক্ষার্থীরা আসে না। এছাড়াও, মাদরাসা যাওয়ার অধিকাংশ রাস্তাগুলো পানিতে ডুবে আছে। এই দুর্ভোগ কমাতে খাল উদ্ধার করে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসা সুপার আবু আক্কাছ হায়দার এ প্রতিনিধিকে বলেন,পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে মাঠটিতে জলাবদ্ধতা লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে মাঠে পানি বেড়ে যায়।বেশি জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বর্তমানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি কথা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান বলেন, মাদরাসার মাঠে জলাবদ্ধতা দূরীকরণের বিষয়ে উপজেলা আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত যাতে না হয় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, বৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতার বিষয়টি সমাধানের জন্য আমরা কাজ করছি। তিনি বলেন,দুয়েক দিনের মধ্যে এ সমস্যা থাকবে না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.