প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ৭:২০ পূর্বাহ্ণ
মৌলভীবাজার ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গল, মৌলভীবাজার: সোমবার (২০ জুন ২০২২) ২১.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন টেংরা বাজারের পূর্ব পাশে ইলাশপুর এলাকার অরুনী করাত কল (স-মিল) এর সামনে থেকে ৫০ পিস ইয়াবা সহ শিপাউর রহমান শিপন(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি শিপাউর রহমান শিপন কুলাউড়া থানার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে লিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল রাজনগর থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.