প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ৫:২৯ পূর্বাহ্ণ
বাগেরহাটে বেশী দামে সার বিক্রি করায় ১ লক্ষ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মোরেলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মেসার্স পিয়া ট্রেডাস কর্নধর মোঃ ওহাব ব্যাপারি মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রথম শ্রেনী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম মোরেলগঞ্জ বাজারে থানা পুলিশের সহযোগীতায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, সরকার নির্ধারিত দামের থেকে সারের দাম বেশি রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণআদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় পিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী ওহাব ব্যাপারিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.