ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড প্রতিনিধিঃ অনুমতি ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্সবিহীন বিক্রির দায়েয় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার(২৬ জুন) দুপুরে সীতাকুণ্ড পৌরসদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এইসময় মেঘনা ট্রেডিং কর্পোরেশনকে ৫ হাজার, এস.বি. গ্যাস হাউজকে ৫ হাজার, জাফর ইলেক্ট্রিক এন্ড গ্যাস সাপ্লায়ার্সকে ৩ হাজার ও জোহুরা ইলেকট্রিক্সকে ৫ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন দীর্ঘ দিন ধরে অনুমোদন ছাড়াই সীতাকুণ্ডে আনাচেকানাচে বিভিন্ন দোকানি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিলেন বেশ কিছু ব্যবসায়ী। এ প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযুক্ত চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা এবং ভবিষৎতের জন্য তাদেরকে সতর্ক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.