প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২২, ৫:৩৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে “মোস্তাঈন মোশন” টীমের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ।

লালমনিরহাট প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুরে সেচ্ছাসেবী সংগঠন "মোস্তাঈন মোশন" টীম (Mostain Motion) এর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ১১ টায় সেচ্ছাসেবী সংগঠন "মোস্তাঈন মোশন" টীম (Mostain Motion) এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর শংকর মাধবপুরবাসীর মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে দীঘাপাড়া চরের বানভাসি রওশোনারা বেগম বলেন, ‘বানের পানিত ভাসতে ভাসতে জীবনডা শ্যাষ। খায়্যা না খ্যায়া জীবন যাচ্ছে । কেউ অ্যাকনা ইলিপও দেয় নাই। তোমার ভালো হইবে বাবা। চিড়া-চিনিডো পায়্যা খুব ভালো হইল বাপ। চিড়া-চিনি, পানি খ্যায়া জীবনডা বাঁচাবার পারমো। এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন রাজিব পুর চরে আশ্রয় নেওয়া রওশোনারা বেগম।
শুধু রওশোনারা বেগম নন, রাজিবপুর চরের বানভাসি ১৫০টি পরিবারের হাতে "মোস্তাঈন মোশন" টীমের পক্ষ থেকে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। "মোস্তাঈন মোশন" টীমের প্রতিনিধিরা নৌকায় ঘুরে ঘুরে রাজিবপুর চরের বানভাসি মানুষের হাতে ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল দুই কেজি চিড়া, এক কেজি মুড়ি, আধা কেজি চিনি,দশ প্যাকেট করে বিস্কুট সহ নগদ অর্থ।
চরের বানভাসি মানুষ জানায়, তারা কোদালকাটি ইউনিয়নের বাসিন্দা। চর বিলীন হওয়ার পর তারা ঠাঁই নিয়েছে পার্শ্ববর্তী উঁচু জায়গায়। বর্ষা এলেই চর প্লাবিত হয়। পানি নেমে গেলে শুরু হয় ভাঙন। এবার যমুনার ঢলে প্লাবিত হয় চরের কয়েক শ পরিবার। অনেকেই বসতঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। আট দিন ধরে পানিবন্দী থাকার পর যমুনায় পানি কমতে শুরু করে। এখন পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙছে নদীর কূল। বিলীন হচ্ছে আবাদি জমি। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, সেভাবে কোনো ত্রাণ তৎপরতা নেই।
এসময় স্থানীয় প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিক "মোস্তাঈন মোশন" টিমের প্রধান মাওলানা ক্বারী আহমদ তালুকদার সাহেব এর কাছে এলাকাবাসীর পক্ষে সমস্যার কথা গুলো তুলে ধরেণ।
ত্রানসামগ্রী বিতরণে টীমে সেচ্ছাসেবী হিসেবে ছিলেন - হাফিজ মুহম্মদ আবু তাহির, হাফিজ মুহাম্মদ আলী, হাফিজ রাসেল আহমেদ, মুহাম্মদ রাইসুল ইসলাম, এইচ এম আল আমীন আজাদী, মুহম্মদ মনির খান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.