
প্রেস বিজ্ঞপ্তিঃ গত ২৪ এবং ২৬ জুন ২০২২ ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন পেশাদার মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন রেলষ্টেশন এলাকার পাকা রাস্তার উপর অবস্থান করেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জুন ২০২২ খ্রিঃ তারিখ ১৫৩৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফুল হক (৩৬), পিতা- মৃত. হামিদুল হক, সাং- বন্দর, থানা- বন্দর, চট্টগ্রাম মহানগর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি, দেখানো ও সনাক্ত মতে তার হেফাজতে কাঁধে ও হাতে থাকা দুইটি ব্যাগের ভিতর হতে সর্বমোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লাসহ দেশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার মাদক সেবী ও মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে।
অপর একটি সংবাদের মাধ্যমে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, জনৈক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুন ২০২২ খ্রিঃ তারিখ ০১২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবেল (৪০), পিতা-মৃত আজিজ, সাং-কুটিজাজিয়ারা, থানা-কসবা, জেলা- ব্রাক্ষণবাড়িয়া’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য (গাঁজা) ব্রাক্ষণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।