প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২২, ২:০৬ অপরাহ্ণ
পিরোজপুরের ইন্দুরকানীতে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ইমরান খলিফা (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বাড়ির পেছনে একটি কড়ই গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।ইমরান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবদুল কুদ্দুস খলিফার ছেলে।
কুদ্দুস খলিফা জানান, গতকাল রোববার বিকেলে ইমরান বাড়ি থেকে মোটরসাইকেলে ঘুরতে যায়। তারপরে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে বাড়ির পেছনে কড়ই গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ছেলেকে। আব্দুল কুদ্দুস খলিফা আরো জানান ইমরান মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলত। এই মেয়ের সঙ্গে মোবাইল ফোনে মাঝে মাঝে ঝগড়া হতো। এ ঘটনায় সে আত্মহত্যা করতে পারে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল বাশার বলেন, ইমরানের সঙ্গে মোবাইল ফোনে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ওই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.