
পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারের কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (সোমবার) ত্রিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো: ফরিদুল আলম (আনারস) প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। হাঁস প্রতীক নিয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা মো: কাইছার সওদাগর। ৭ টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারন সম্পাদকসহ সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো: আমজাদ হোসেন। এ ছাড়াও সদস্য পদে নির্বাচিতরা হলেন-মোহাম্মদ মিয়া, গিয়াস উদ্দিন, আবুল কালাম প্রকাশ আবু সওদাগর, মো: আমিন, নুুরুল ইসলাম ও পেঠান বাসেক। সভাপতি ও সহসভাপতি পদে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। সর্বোচ্চ ভোট পেয়ে মো: ফরিদুল আলম আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন পেকুয়া বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মো: ফোরকান। সহসভাপতি পদে সদর ইউনিয়ন আ’লীগের ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক ও তরুণ ব্যবসায়ী মো: কাইছার নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী ছিলেন মো: ফখরুল ইসলাম (ফরিদ)। ওই দিন সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পেকুয়া বাজার সমবায় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। পেকুয়া সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে এ নির্বাচন সমন্বয় করা হয়েছে। এসময় নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মোস্তফা জামান। নির্বাচন পরিদর্শনে ছিলেন পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মোঃ ফারুক, ডিরেক্টর জাফর আলমসহ সাংবাদিকবৃন্দ।