নিলিয়ান বম, রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান রুমা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (২৮শে জুন ) বিকালে তিন টায় সময়ে রুমা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বালক-বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে বালিকা দলের প্রতিযোগিতা অংশগ্রহন করে চাঁন্দ পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় বনাম চিত্ররথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক দলের প্রতিযোগিতা অংশগ্রহণ করে মুননুয়াম পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় বনাম রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলার প্রথমার্ধে পাল্টাপাল্টি করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও বিরতি সময় উভয় দলের ফলাফল শূন্য। দ্বিতীয়মার্ধে উভয় দলের খেলোয়াড়রেরা মাঠে প্রাণপণ চেষ্টায় ব্যস্থ চালাচ্ছে। তার মধ্যে নানান বয়সী নারী-পুরুষ দর্শক উপস্থিতিও ছিল লক্ষণীয়। উভয় দলের সমর্থীত দর্শকরা বিজয়ে উল্লাস করে থাকে। এতে দলের খেলোয়াড়েরা উৎসাহ ও আস্থা ফিরে পেতে থাকে। বালিকা দলের চিত্ররথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় তাইপাও ম্রো গোল করে প্রতিপক্ষ চাঁন্দা পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় দলের জালে বল ফেলতে সক্ষম হয়ে বিজয়ী লাভ করে। বালক দলের রুমা আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালযের ১১ নাম্বার জার্সি পরিহিত উমংশৈ মার্মা ও ৯ নাম্বার জার্সি পরিহিত মিলন ত্রিপুরা প্রতিপক্ষ মুননুয়াম পাড়া সরকারি প্রথমিক দলের জালে বল ফেলতে সক্ষম হয়ে জয়ী হয়। খেলার শেষে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.