সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর থানার মানবিক ওসি জাহিদুল হক ত্রাণ দিচ্ছেন দিনমজুর টালির লেবার শ্রমিকদের মাঝে। বুধবার সাড়ে ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি বলেন বাজারের টালি শ্রমিক,লেবারদের দিকে নজর দেয়না, তাই আমি পর্যায় ক্রমে বাজারের সকল লেবার শ্রমিকদের সাধ্য মতো সহায়তা করে যাবো। জানা যায় বন্যা শুরু থেকে এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে, ঊর্ধ্বতন প্রশাসনিক সহযোগিতায় থানা চত্বরে নগত টাকা ও ত্রান সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.